গুরু-শিষ্যের আধ্যাত্মিক প্রশ্নোত্তর
১.
শিষ্যঃ প্রভু আমার আগমন কোথা হতে?
গুরুঃ তোমার আগমন আমা হতে।
২.
শিষ্যঃ তুমি তখন কোথায় কিরূপে ছিলে?
গুরুঃ আমি তখন নিরাকাররূপে অচৈতন্য অবস্থায় ছিলাম।
৩.
শিষ্যঃ প্রভু! নিরাকারের কি আবার রূপ হয়?
গুরুঃ না, তাই তো আমি আহাদী স্রষ্টা আহাম্মদীরূপ ধারন করলাম।
৪.
শিষ্যঃ আহাম্মদী স্রষ্টার ত আকার আছে, তবে তাকে ধরা যায় না,
ছোঁয়াও যায় না। তবে তোমার রূপের আসল প্রকাশ কি?
গুরুঃ সৃষ্টিই আমার আসল প্রকাশ। সৃষ্টিতেই আমি আমি মুহাম্মদরূপে বিরাজমান। আর তুমিই আমার মুহাম্মদী পূর্ণ রূপ।
৫.
শিষ্যঃ প্রভু! আমি এই মোহাম্মদী দেহ জগতে এলাম কি করে?
গুরুঃ নয় বাতন পরিভ্রমণ করে।
৬.
শিষ্যঃ নয় বাতন কি?
গুরুঃ জন্ম নেওয়ার তথা গঞ্জ্জাত হতে এই ধরাধামে আগমন করার নয়টি ষ্টেশন।
৭.
শিষ্যঃ 'নয় বাতন' গুলো কি কি দয়াল?
চলবে…….
0 Comments