bondhu bondhu bondhure tora kemon acisre । বন্ধু বন্ধু বন্ধুরে তোরা কেমন আছিসরে



 প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
এরিস্টটল


শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না
ইবনুল ফুরাত

আসলে বন্ধুত্ব কোনো সূত্রের মাপকাটিতে মাপা যাবে কিনা মনে হয় না l তবে বন্ধুত্ব হলো ভালবাসার একটি নির্যাস, ২ টি মনের আত্মবিশ্বাস,সু-সময় কিংবা অসময়ের সঙ্গী l এরপর ও আমি ইংলিশ কয়েকটা লাইন লিখলাম l কারণ কিছু কিছু কথা আছে ইংলিশ এ লিখলেই সুন্দর হয় যেমন -A clove of love - A pinch of concern - A speck of care - A sack of support - A ray of hope - A spoonful of trust - A drop of loyalty - A spread of friends - A circle of activities Mix them well, and with a bit of effort, Friendship is Formed

বন্ধু এর মানে হলে যাকে বিশ্বাস , ভরসা,নির্বরতা করা যায়, যে কোনো দিন আপনাকে বিশ্বাসঘাতকতা করবে না, আর মনের কথা বলা যায়,আর বিপদে আপদে পাধে থাকবে/

বন্ধু বন্ধু বন্ধুরে,,,তোরা কেমন আছিস রে"
তোদের ছেড়ে দুর প্রবাসে একা লাগেরে"

ও বন্ধু বন্ধু বন্ধুরে,,,তোরা কেমন আছিস"
সুখ দুঃখ গিরে তোরা থাকিস যতই দুরে"

এই গানটা যেন সবাইকে আবারো এক করে"
এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গো পেয়ে ছিলাম "





Post a Comment

0 Comments